সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: দেশজুড়ে চলমান তীব্র শীতে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে লিও ক্লাব অব গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ। পাশাপাশি মানবতার সেবায় বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিল।
অনুষ্ঠানে লিও ও লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শীতের এই সময়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তীব্র শীতে ন্যূনতম উষ্ণতার অভাবে যারা ভোগান্তিতে রয়েছেন, তাদের জন্য এ ধরনের উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে।
বক্তারা আরও বলেন, লায়ন্স ও লিও আন্দোলন মানবসেবায় নিবেদিত একটি আন্তর্জাতিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে লিও ক্লাব নিয়মিত বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠান চলাকালে শীতার্ত মানুষের মাঝে ধাপে ধাপে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তা—এই চারটি খাতে গুরুত্ব দিয়ে লিও ও লায়ন্স ক্লাব যৌথভাবে কাজ করবে।
পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
Leave a Reply