1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:

আইপিএস অফিসার পরাগ জৈন হলেন ‘র’-এর নতুন প্রধান

  • সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩২ বার

ভারতের বহির্বিশ্ব গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা পরাগ জৈন। শনিবার (২৮ জুন) কেন্দ্রীয় সরকার তাকে এই পদে নিযুক্ত করেছে।

আগামী ১ জুলাই থেকে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। পরাগ জৈন ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের কর্মকর্তা। যোগদানের মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থাটির বর্তমান প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ জুন অবসর গ্রহণ করবেন রবি সিনহা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, পাকিস্তানে ‘সন্ত্রাসীদের’ আস্তানাগুলোতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য গোয়েন্দা তথ্য সরবরাহ করে তিনি ‘অপারেশন সিঁদুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা গেছে।

বর্তমানে পরাগ জৈন ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কর্মরত আছেন। এই সংস্থা ভারতের আকাশপথে গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ‘র’-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে পাঞ্জাবের সন্ত্রাসবাদ সংকটের সময় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার অতীতের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে র-এর পাকিস্তান ডেস্কে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করারও অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের সময় তিনি নিযুক্ত ছিলেন জম্মু ও কাশ্মীরে।

ভারতীয় গণমাধ্যম বলছে, শ্রীলঙ্কা এবং কানাডায় কূটনৈতিক এবং গোয়েন্দা দায়িত্বও পালন করেছেন জৈন, যেখানে তিনি খালিস্তানি সন্ত্রাসী মডিউল পর্যবেক্ষণ করেছেন। তিনি জাতীয় নিরাপত্তা এবং বিদেশী গোয়েন্দা সম্পর্কিত বেশ কয়েকটি সংবেদনশীল পদেও দায়িত্ব পালন করেছেন তার কর্মজীবনে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন