1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন

  • সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩ বার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সেনা সমর্থিত পুনর্গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার অধীনে ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কমিশনের অধীনে ছবিসহ জাতীয় ভোটার তালিকা তৈরি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে আসার পর সাবেক এ সিইসির দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীনত হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন