জাতীয় দলে লম্বা সময় ধরেই নেই সাকিব আল হাসান। ভবিষ্যতে ফিরবেন সম্ভাবনাও খুব বেশি নেই। যদিও বিসিবি বারবারই বলে আসছে, সাকিবের দলে ফিরতে কোনো বাঁধা নেই।
সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে দারুণ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ফিফটি হাঁকানোর পর বল হাতে মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর আরেকবার প্রশ্ন উঠেছে কেন জাতীয় দলে নেই সাকিব?
সাকিবের অনুপস্থিতিতে জাতীয় দলের পারফরম্যান্স ভালো নয়। অনেকেই মনে করেন, সাকিব ফিরলেই হবে সমস্যার সমাধান। সাকিবের ফেরা নিয়ে আরও একবার ইতিবাচক অবস্থান জানালো বিসিবি। ১২ জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির মিডিয়া এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘অবশ্যই যেটা আমরা সবাই জানি যে, ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট সাকিব আল হাসান। এটার কোনো দ্বিতীয় মত কেউ বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন।’
মিঠু আরও বলেছেন, ‘এখন এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপরে যে, তারা কী চিন্তা করছে। যেই জিনিসটা এখন হয়েছে… আগে কীভাবে চলেছে জানি না। কিন্তু এখন বর্তমান (বিসিবি) প্রেসিডেন্ট যেটা করেছেন, পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স এবং টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের ওপর দেওয়া হয়েছে। তাদেরও তো নজরে আসছে। সেটা দেখা হবে। অবশ্যই তাদের এটি দেখা উচিত।’
Leave a Reply