1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

তিস্তা ব্যারেজে ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে, আশঙ্কা ভয়াবহ বন্যার

  • সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৮ বার

📅 প্রকাশিত: ১ জুন ২০২৫
🖊️ প্রতিবেদক: আরমান বিন আজাদ

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় অতিরিক্ত পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট একযোগে খুলে দেওয়া হয়েছে। ফলে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যার আশঙ্কা প্রবলভাবে দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর পানি হঠাৎ করে বিপদসীমা অতিক্রম করায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানির প্রবাহ বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়। তাই দ্রুত প্রতিক্রিয়া হিসেবে তিস্তা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেওয়া হয়। এতে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল যেমন কালীগঞ্জ, হাতিবান্ধা, ও আদিতমারী উপজেলায় প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা বলেন:
“আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ব্যারেজের গেটগুলো খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।”

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন