1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখল ছেলে

  • সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার

ময়মনসিংহের ত্রিশালে মাকে শ্বাসরোধে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের একমাত্র ছেলে রাজুকে আটক করেছে পুলিশ।

বুধবার উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালের বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামের কৃষক মোহাম্মদ আলী (৬২) বানু আরা বেগম (৫৫) তাদের একমাত্র ছেলে রিয়াজ হোসেন রাজুকে (২৮) ব্যবসার জন্য কয়েক লাখ টাকা দেন। কিন্তু অভিযুক্ত রাজু হঠাৎই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। প্রায় টাকার জন্য বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করত সে। সম্প্রতি টাকার জন্য বাবাকে চাপ দিতে থাকলে এক কাঠা জমি তার নামে লিখে দেন মোহাম্মদ আলী।

তাতেও শেষ রক্ষা হয়নি মা-বাবার। বুধবার বেলা ১১টার দিকে মা বানু আরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখে রাজু। রাতে বাবা বাড়িতে ফিরলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে সে। ঘরের বিছানার পাশে মেঝেতে মাটি চাপা দেয় তাদের।

এর আগে বুধবার দিনভর স্ত্রীকে খুঁজে না পেয়ে, বিষয়টি ফোন দিয়ে মেয়েদের জানিয়ে ছিলেন মোহাম্মদ আলী। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসেন মেয়েরা। পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেও মাকে না পেয়ে বাড়ি ফিরলে বিছানায় রক্ত দেখতে পান মেয়েরা। ঘাতক সন্তান মা-বাবাকে হত্যার পর বাড়ির সামনেই বসে ছিল।

মা বাবা কোথায় বারবার এমন প্রশ্ন করলে একসময় সে বলে, মেরে ফেলেছি তাদের। অভিযুক্তের দেওয়া তথ্যেই শনাক্ত হয় মরদেহ পুঁতে রাখার স্থান।

স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশকে খবর দিলে রাজুকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেই বাবামায়ের হত্যার কথা স্বীকার করে। নিজেই মরদেহ পুঁতে রাখা জায়গা দেখিয়ে দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ আলী কৃষিকাজ ও মাছ ব্যবসায় জড়িত ছিলেন। স্থানীয় আবুল কালাম জানান, রাজু অনলাইন জুয়া আসক্ত। মাসখানেক আগে তার স্ত্রী রাজুর অত্যাচার সহ্য করতে না পেরে একমাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যান। ছেলে রাজু অনলাইন জুয়া আসক্ত ছিল। টাকার জন্যে বিভিন্ন সময় বাবা মাকে অত্যাচার করত।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করে স্বজনরা পুলিশকে খবর দেয়। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হলে রাজু হত্যার দায় স্বীকার করে। পুলিশ রাজুকে সঙ্গে নিয়েই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত রাজু প্রাথমিক জবানবন্দীতে জানিয়েছে, বোনদের কারণে বাবা-মার প্রতি তার অনেক ক্ষোভ ছিল। বোনেরা তার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অন্তরায় ছিল। বোনদের কথা শুনতো তারা। এইসব কারণেই বাবা-মাকে হত্যা করে সে। অনলাইনে জুয়া খেলার বিষয়টিও স্বীকার করে সে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন