1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির কমিটিতে বিএনপির সাবেক নেতারা ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া ঢাবিতে সিনিয়রকে যৌন হয়রানির অভিযোগ জুনিয়রের বিরুদ্ধে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৭ প্রার্থী স্থিতিশীল হওয়ার অপেক্ষায় হাদি: ঝুলে আছে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অপরিবর্তিত হাদির শারীরিক অবস্থা: উন্নতি নেই মস্তিষ্কের কার্যকারিতায় ‘অত্যন্ত সংকটাপন্ন’ থাকা হাদির জন্য দোয়া চেয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন করা না করা ব্যক্তিগত সিদ্ধান্ত, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন বিজয় দিবসে সংস্কৃতির মিলনমেলা: অনুপম সাংস্কৃতিক উৎসব ২০২৫

অপরিবর্তিত হাদির শারীরিক অবস্থা: উন্নতি নেই মস্তিষ্কের কার্যকারিতায়

  • সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটজনক এবং স্থিতিশীল পর্যায়ে রয়েছে। 

বুধবার সন্ধ্যায় হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্টে হাদির মস্তিষ্কে রক্তপ্রবাহের ঘাটতিজনিত সমস্যা বা ইসকেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বেড়েছে এবং ক্লিনিক্যালি তাঁর স্বাস্থ্যের কোনো উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ এখনো দেখা যায়নি।

চিকিৎসকদের ভাষ্যমতে, হাদির বর্তমান অবস্থাকে ‘ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক’ বা সংকটাপন্ন কিন্তু স্থির হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃত্রিম সহায়তায় তার হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখা হলেও মস্তিষ্কের নিউরোলজিক্যাল রিফ্লেক্সগুলোতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে মস্তিষ্কের গভীর স্তরে থাকা গুলির অংশটি অপসারণের জন্য নতুন কোনো অস্ত্রোপচারকে চিকিৎসকরা ঝুঁকিপূর্ণ মনে করছেন।

তাদের মতে, বর্তমান অবস্থায় দীর্ঘ ভ্রমণ বা বড় কোনো অস্ত্রোপচার হাদির জন্য হিতে বিপরীত হতে পারে। ফলে আপাতত সিঙ্গাপুরেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে ‘কনজারভেটিভ ম্যানেজমেন্ট’ পদ্ধতিতে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। ডা. আহাদ স্পষ্ট করেছেন যে, সিঙ্গাপুরের চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা বাস্তবসম্মত নয়।

ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন