1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক

  • সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মোবাইল চোর সন্দেহে স্বামী-স্ত্রী পরিচয়দানকারী দুজনকে আটক করেছে আনসার সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে জরুরি বিভাগের এক্স-রে কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আকলিমা আক্তার বৃষ্টি (১৮) ও মো. রুবেল (২৮)। তারা কামরাঙ্গীরচর আলিনগর এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, জরুরি বিভাগে এক রোগীর স্বজনের মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় তারা হাতেনাতে ধরা পড়েন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিতে শুরু করলে দায়িত্বরত আনসার সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেন।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, আটকের পর তল্লাশি চালিয়ে বৃষ্টির কাছ থেকে ২৪টি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা মূলত একটি চোর ও মাদকচক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন