রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট দুর্ঘটনায় আহতদের বহনের জন্য মেট্রোরেলের নারী বগির পাশের বগিটি রিজার্ভ রাখা হয়েছে।
এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান, ‘আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।’
দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
আইএসপিআর আরো জানায়, বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। আজকেই তার প্রথম ফ্লাইট উড্ডয়ন ছিল। এ ঘটনায় তিনি গুরুতর হন। তাকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সিএমএইচে এ নেয়া হয়েছে।
Leave a Reply