1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

  • সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১ বার

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও দুটি ককটেল উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিস্পোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সমকালকে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থীতিশীল করার জন্য রাজুসহ আরও তিনজন চার্চের সামনে পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরণ আইনে একটি মামলা হয়েছে। তেজগাঁও ও ফার্মগেটসহ আশপাশের এলাকায় আওয়ামী লীগের মিছিলে নিয়িমিত অংশগ্রহণের কথা স্বীকার করেছে রাজু।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শী চার্চের নিরাপত্তাকর্মী শ্রী ফারুক হাসদা বলেন, রাত নয়টার দিকে দায়িত্ব শুরু হওয়ার সময় চার্চের গেটের বাইরে দুটি মোটরসাইকেল চারজনকে দেখতে পাই। মোটরসাইকেল দুটিতে দ্রুত স্টেশন রোডের দিকে চলে যাচ্ছে। মোটরসাইকেল দুটি যেখানে দাঁড়ানো ছিল সেখানেই অবিস্ফোরিত আরও দুটি ককটেল পড়ে থাকতে দেখি। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন