1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:

ঢাকা ডিবেটিং সোসাইটি (DDS) এর নতুন কমিটি ঘোষণা

  • সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫০ বার

ঢাকার অন্যতম সুপরিচিত বিতর্ক সংগঠন ঢাকা ডিবেটিং সোসাইটি (DDS) ২০২৫ সালের জন্য তাদের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে। নবনির্বাচিত এই কমিটি আগামী ২০ জুন থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সংগঠনের দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিতার্কিক ইয়াহইয়া যুবায়ের এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন  জাকারিয়া হোসেন।

এক যৌথ ঘোষণায় সংগঠনের বর্তমান চেয়ারম্যান ও বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, “বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি একটি মানসিক অনুশীলনক্ষেত্র। যেখানে গড়ে ওঠে নেতৃত্ব, বিকশিত হয় যুক্তিবোধ, আর জাগ্রত হয় সমাজ সচেতনতা। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে DDS আরও এগিয়ে যাবে।”

 

২০২৫ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি:

পদবি             নাম

সভাপতি          ইয়াহইয়া যুবায়ের
সহ-সভাপতি       আরমান খান
সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন
যুগ্ম সম্পাদক    নাবিল আহমেদ
সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন
দপ্তর সম্পাদক    আবু বকর সিদ্দীক
অর্থ সম্পাদক     হাসনাইন আহামেদ
প্রচার সম্পাদক   আহমদ চৌধুরী
নির্বাহী সদস্য   আমিনুল ইসলাম
নির্বাহী সদস্য   মো. রফিকুজ্জামান

 

নতুন কমিটির প্রত্যাশা, বিতর্ক চর্চাকে আরও জনসম্পৃক্ত, প্রগতিশীল ও গবেষণাভিত্তিক করে গড়ে তোলা। তরুণ প্রজন্মকে যুক্তির আলোয় আলোকিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

One response to “ঢাকা ডিবেটিং সোসাইটি (DDS) এর নতুন কমিটি ঘোষণা”

  1. MD ABID ULLAH JAKER says:

    শুভ কামনা রইলো

Leave a Reply to MD ABID ULLAH JAKER Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন