1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

  • সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার

মেজর লিগ সকারে (এমএলএস) রচিত হলো নতুন ইতিহাস। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে এ কীর্তি এর আগে আর কেউ করতে পারেননি।

এর আগে, ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এ বছর তার দল ইন্টার মায়ামি মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। এ ম্যাচে দুটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা।

৭০ শতাংশের বেশি ভোট পেয়ে এমভিপি নির্বাচিত হয়েছেন এই ফুটবল মহাতারকা। আর মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছেন মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার।

ইন্টার মায়ামির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরমার। টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোলে অবদানের অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

এছাড়া, এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও ওঠে এই আর্জেন্টাইনের নামের পাশে। এর আগে সর্বোচ্চ আটটির রেকর্ড ছিল স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচের।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন