1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

কেটে গেছে শঙ্কা, বিপিএলে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা

  • সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার
বিপিএলে বরাবরই বিদেশী ক্রিকেটারদের অধিকাংশের যোগান দিয়ে থাকে পাকিস্তান। ব্যতিক্রম নয় এবারো, প্রতিটি দলেই আছে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য। তবে সংশয় ছিল পিসিবির অনাপত্তিপত্র দেয়া নিয়ে।

সেই শঙ্কা কেটে গেছে। বিপিএলের আসন্ন আসরে অংশ নিতে পাকিস্তানের ৯ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে স্বস্তি পেল ফ্রাঞ্চাইজি মালিকেরা।

এর আগে গত অক্টোবরের শেষ দিকে হঠাৎ বিদেশী লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র স্থগিত করে দেয় পিসিবি। এরপরও বিপিএলের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের নিবন্ধন করাতে থাকে দলগুলো।

ফলে শঙ্কা ছিলো, পাকিস্তানি ক্রিকেটাররা শেষ পর্যন্ত বিপিএলে আসবেন তো? প্রশ্নের উত্তর মিলেছে, বুধবার পিসিবি জাতীয় দলে থাকা ৯ তারকা ক্রিকেটারকে বিপিএলে খেলার অনুমতি দিয়েছে।

তারা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের খেলতে পারবেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ।

এনওসি পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মাঝে আছেন মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফে ও সালমান ইরশাদ।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার মাঠে গড়াবে বিপিএলের উদ্বোধনী ম্যাচ। ফাইনাল হবে ২৩ জানুয়ারি।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন