1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

  • সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার

অভিজ্ঞদের নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে নেদারল্যান্ডসে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। দলটিতে রয়েছেন সাকিব জুলফিকারও।

বিশ্বকাপের জন্য দলে ফেরানো হয়েছে কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেটকে। তাদের মধ্যে মারউই, ডি লিডে, মাইকেল লেভিট ও লায়ন-ক্যাশেট সর্বশেষ ইউরোপ অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে অংশ নিয়েছিলেন।

২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অলরাউন্ডার অ্যাকারম্যান। ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে ৩০৪ রান করেছিলেন তিনি। দেশের হয়ে ২৫টি টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ১১ উইকেট শিকার করেছেন অ্যাকারম্যান।

অ্যাকারম্যানের মতো ২০২৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন পেসার গুগটেন। নেদারল্যান্ডসের জার্সিতে ৪৯ ম্যাচে ৫২ উইকেট ও ১৬৮ রান করেছেন তিনি। ২০২৪ সালের বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি পেসার বিক।

এডওয়ার্ডস ছাড়াও বিশ্বকাপ দলে আরও দুই উইকেটরক্ষক রেখেছে নেদারল্যান্ডস। তারা হলেন—কাইল ক্লেইন ও নোয়া ক্রোস। ক্রিকেট ক্যারিয়ারে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তারা। বিশ্বকাপ দলে সুযোগ পাননি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকা সেড্রিক ডি ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্র্যাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমেদ ও রায়ান ক্লেইন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোস (উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মার্ভে ও টিম ফন ডার গুগটেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন