1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:

নেইমারকে যে কড়া বার্তা দিলেন আনচেলত্তি

  • সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৯ বার

চোটের কারণে দীর্ঘদিন ধরে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বাইরে রয়েছেন নেইমান জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে দুটি ম্যাচ খেললেও সেখানে ছিলেন না তিনি। তবে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনার মধ্যেই রয়েছেন এই তারকা ফুটবলার। তাই নেইমারকে প্রস্তুতি নেওয়া বার্তা দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনো সময় আছে, সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে।

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন ৩৩ বছর বয়সি নেইমার। যেখানে এই সপ্তাহেই নিজের চুক্তি বছরের শেষ পর্যন্ত নবায়ন করেছেন তিনি। তবে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। গত পাঁচ মাসে মাঠে নেমেছেন মাত্র ১২ বার, গোল করেছেন ৩টি।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হয়েও জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আর একবার নিজের সেরা রূপে ফিরতে পারবেন? এমন প্রশ্ন তুলছে বিশ্লেষকরা। তাইতো বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে এখন থেকেই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে নেইমারকে। এমনটাই নেইমারকে মনে করিয়ে দিয়েছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন