1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

ওয়ানডে বিশ্বকাপে নতুন ইতিহাসের সঙ্গী বাংলাদেশও

  • সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার
নারী ক্রিকেটের অগ্রযাত্রায় আরেকটি নতুন মাইলফলকের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ পরিচালনা করবেন নারীরা। এবারই প্রথম সব ম্যাচ অফিসিয়ালই থাকছেন নারীরা। ঐতিহাসিক এই পথচলার সঙ্গী থাকছেন বাংলাদেশেরও একজন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নারী বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে ১৪ আম্পায়ারের মধ্যে বাংলাদেশের সাথিরা জাকির জেসিও জায়গা পেয়েছেন। বাংলাদেশের নারী ক্রিকেটের অনেক প্রথমের অংশ জেসি এখানেও রচনা করতে যাচ্ছেন ইতিহাস। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হবেন তিনি।

জেসি ছাড়াও ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন, আর লরেন এগেনব্যাগ ও কিম কটন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

ম্যাচ রেফারি হিসেবে চারজন রয়েছেন। তারা হলেন- ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জি এস লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।

এর আগে, কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ সব নারী ম্যাচ অফিসিয়াল দিয়ে পরিচালনা করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এবারের আসর থেকে সেই ধারার সূচনা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর চলবে বিশ্বকাপ।

এ প্রসঙ্গে আইসিসির এক বিবৃতিতে চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘নারী ক্রিকেটের যাত্রায় এটি একটি দারুণ মুহূর্ত, যা আমরা আশা করি ভবিষ্যতে খেলাধুলার সব ক্ষেত্রেই পথপ্রদর্শক হবে। শুধু নারীদের নিয়ে গঠিত ম্যাচ অফিসিয়াল প্যানেল অন্তর্ভুক্ত করা এক বিশাল মাইলফলক। এটি আইসিসির নারী-পুরুষ সমতা অর্জনের প্রতি দৃঢ় অঙ্গীকারেরই একটি শক্তিশালী প্রতিচ্ছবি।’

ম্যাচ অফিসিয়ালস প্যানেল:

আম্পায়ার: সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ড্যামনেভানা।

ম্যাচ রেফারি: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন